ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং, কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিংয়ে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদের জন্য এক জন ব্যক্তি প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, অ্যাগ্রোনমি, এগ্রিকালচারাল ফিজ়িক্স, সয়েল অ্যান্ড ওয়াটার কনজ়ারভেশনের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে, প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে প্রতিবেদন লেখার ব্যাপারে ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীর বাংলার পাশাপাশি, ইংরেজি এবং হিন্দি বিষয়ে সাবলীল হওয়া প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে।
আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। তবে, তাঁরা ৩১ জানুয়ারি সরাসরি ইন্টারভিউয়ের জন্যও উপস্থিত হতে পারেন। প্রতিষ্ঠানের সল্টলেকের দফতরে নিযুক্তের কর্মস্থল হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।