ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় স্নাতকদের নিয়োগ করা হবে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির তরফে সিনিয়র সেক্টর এক্সপার্ট হিসাবে নিযুক্ত ব্যক্তিদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ ১৬।
যোগ্যতা:
ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতকদের উল্লিখিত কাজের জন্য বেছে নেওয়া হবে। তবে, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকনমিক্স, এনভায়রনমেন্ট, আর্কিটেকচার শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
একই সঙ্গে প্রার্থীদের এনার্জি ম্যানেজমেন্ট, অডিটিং, ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে পূর্বে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:
নিযুক্তরা মাসে ১ লক্ষ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২৫ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।
আগ্রহীদের ডাকযোগে নয়াদিল্লির দফতরে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতার শংসাপত্র ওই আবেদনপত্রের সঙ্গে থাকা প্রয়োজন। আবেদন পাঠানোর শেষ দিন ৩ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে ওয়েবসাইট দেখে নিতে পারেন।