ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের স্কুল অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের একটি প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজে এক জনকেই নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট প্রকল্পে ভূতত্ত্ব, জিয়োলজিক্যাল সায়েন্সেস, ফলিত ভূতত্ত্ব, আর্থ সায়েন্সেস, আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এর মধ্যে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে প্রার্থীর ফিল্ড জিয়োলজি নিয়ে কাজ বা রক স্যাম্পলিং প্রসেস করার অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। মোট ছ’মাসের চুক্তিতে কাজ। তবে, ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে এর জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। তবে, আবেদনের জন্য আলাদা কোনও ফি নেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক ৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ হবে ৮ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।