CSIR Recruitment 2024

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদে কর্মী প্রয়োজন, কেন্দ্রীয় সংস্থায় হবে নিয়োগ

সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কাজের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:২৯
Share:

সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ সংস্থায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান প্রয়োজন। সংশ্লিষ্ট পদে মোট ৩৭ জনকে নিয়োগ করা হবে। কাজ করতে হবে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে।

Advertisement

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, গণিত, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক, কিংবা মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। টেকনিশিয়ান পদে নেওয়া হবে দশম উত্তীর্ণদের। তাঁদের বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকতে হবে।

পদের নিরিখে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাবেন ৫৬,৬৪০ টাকা এবং টেকনিশিয়ান পদের নিযুক্তরা ৩১,৮৪০ টাকা। স্কিল টেস্ট, লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

অনলাইনে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement