ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং-এর কলকাতার দফতরে কেন্দ্রের অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে জুনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কাজের জন্য রসায়ন বা কৃষিবিদ্যা বিষয়ে স্নাতকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
পদপ্রার্থীদের বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তাঁদের গবেষণাগারে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কাজের জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক ধার্য করা হয়েছে। উল্লিখিত পদে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইন্টারভিউ হবে ৩১ অক্টোবর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।