ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন? এমন প্রার্থীদের কেন্দ্রীয় সংস্থার কলকাতার দফতরে কাজের সুযোগ। এই মর্মে সদ্যই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ‘এমুলেটিং নিউরোমরফিক সাইনাপ্স ভায়া রেসিসটিভ স্টেট সুইচিং ইন নন-ইকুইলিব্রিয়াম অ্যাসেম্বলিস অফ অ্যামিলয়েড পেপটাইডস’ শীর্ষক প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজে নিযুক্ত ব্যক্তিকে ২৪ হাজার ৮০০ টাকা মাসিক সাম্মানিক হিসাবে দেওয়া হবে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তবে যাঁরা বায়োকেমিস্ট্রি নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন, কিংবা ৬০ শতাংশ নম্বর পেয়ে সমতুল বিষয়ে ইন্টিগ্রেটেড ব্যাচেলর ইন সায়েন্স (বিএসসি) - মাস্টার্স ইন সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
অনূধ্ব ২৮ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে তাঁদের ১৫ জুলাই, ২০২৪ অনুযায়ী ওই বয়স হওয়া বাঞ্ছনীয়। প্রাথমিক ভাবে এক বছর এবং পরে কাজের নিরিখে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত মেয়াদ বহাল রাখা হবে।
ইমেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি। আবেদন গ্রহণ করা হবে ১৫ জুলাই পর্যন্ত। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই সংস্থার তরফে বৈধ ইমেল আইডি থেকেই আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।