ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধীনস্থ মেডিক্যাল স্কুল ফাউন্ডেশনে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন।
কাদের নিয়োগ করা হবে?
প্রজেক্ট ম্যানেজার পদে মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের মোট আট বছরের পেশাদার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। শূন্যপদ দু’টি।
সিনিয়র ইঞ্জিনিয়ার পদে মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনকারীদের চার বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। শূন্যপদ চারটি।
ইঞ্জিনিয়ার পদে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মোট শূন্যপদ চারটি।
পদের নিরিখে মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি ইমেল মারফত পাঠাতে হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে ওয়েবসাইট দেখে নিতে হবে।