প্রতীকী ছবি।
বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তীর্ণ? কাজের অভিজ্ঞতা রয়েছে? কেন্দ্রীয় সংস্থায় এমন প্রার্থী প্রয়োজন। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পারেশন-এর তরফে সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার নয়া দিল্লির দফতরে নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ করা হবে?
ফিনান্স এবং হিউম্যান রিসোর্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রার্থী নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
হিউম্যান রিসোর্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বিজ়নেস ম্যানেজমেন্ট বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগ করা হবে। স্নাতকোত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।
ফিনান্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারীদের বাণিজ্য কিংবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। শূন্যপদ একটি।
অভিজ্ঞতা:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিউম্যান রিসোর্স): অন্তত ছয় বছরের পেশাদার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স): অ্যাকাউন্টিং এবং ফিনান্স বিভাগে ছয় বছর বা তার বেশি সময় কাজ করার অভিজ্ঞতা দরকার।
কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পারেশনের ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রও ওই ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে।
ওয়েবসাইটেই বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই পদে ২১ জুলাই, ২০২৩ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন পাঠানোর শেষ দিন ২৫ অগস্ট, ২০২৩। নিয়োগ এবং ইন্টারভিউ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।