CMPFO Recruitment 2023

কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

ল কনসালট্যান্ট, ফিনান্স কনসালট্যান্ট, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। মাসে ৭৫ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৭:৫৯
Share:

কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় নবীন স্নাতকদের নিয়োগ করা হবে। এই মর্মে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের প্রয়োজন ইয়ং প্রফেশনাল। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

পদ:

ল কনসালট্যান্ট, ফিনান্স কনসালট্যান্ট, ইনফরমেশন টেকনোলজি (আইটি) কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement

যোগ্যতা:

ল কনসালট্যান্ট পদে আইনে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের অন্তত পাঁচ বছর সুপ্রিম কোর্ট, হাই কোর্ট কিংবা জেলা আদালতে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শূন্যপদ একটি।

ফিনান্স কনসালট্যান্ট পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সমতুল্য বিষয়ে ডিগ্রি রয়েছে এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের অন্তত দুই থেকে তিন বছর কেন্দ্র কিংবা সরকার অধিগৃহিত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শূন্যপদ একটি।

আইটি কনসালট্যান্ট পদে কম্পিউটার সায়েন্স বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের আবেদন গৃহীত হবে। ন্যূনতম তিন বছর কেন্দ্র কিংবা সরকার অধিগৃহিত সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। শূন্যপদ একটি।

দক্ষতা:

  • কম্পিউটার ব্যবহারে সাবলীল হওয়া প্রয়োজন।
  • মাইক্রোসফট অফিস-এর সমস্ত টুল ব্যবহার করার দক্ষতা থাকা প্রয়োজন।

কী ভাবে নিয়োগ করা হবে?

ইন্টারভিউয়ের সঙ্গে লিখিত পরীক্ষাও দিতে হবে প্রার্থীদের।

বেতন:

উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ৭৫ হাজার থেকে টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত:

  • চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
  • প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মেয়াদের সময়সীমা বাড়ানো কিংবা কমানো হবে।
  • বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

উক্ত পদে অনলাইনে ২৫ অগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। উক্ত পদ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ের জন্য ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement