ICMR-NIN Recruitment 2023

বিভিন্ন পদে বিপুল নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়, জেনে নিন আবেদনের শর্তাবলি

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৬:১৭
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ছবি: সংগৃহীত

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য কাজের সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন-এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কোন কোন বিভাগে নিয়োগ হবে?

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে মোট ১১৬ জন প্রার্থী প্রয়োজন।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান, কলা এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। স্নাতকস্তরে প্রার্থীদের ফুড সায়েন্স, ফার্মাকোলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, সোশ্যাল ওয়ার্ক, এন্থ্রোপোলজি, সংখ্যাতত্ত্ব, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, রসায়ন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বা সমতুল্য বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকা আবশ্যক। মোট শূন্যপদ ৪৫।

টেকনিশিয়ান পদে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন। মোট শূন্যপদ ৩৩।

ল্যাবরেটরি অ্যাটেন্টডেন্ট পদে দশম উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের পূর্বে গবেষনাগারে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। মোট শূন্যপদ ৩৮।

উক্ত পদে শর্তসাপেক্ষে কেন্দ্র বা সরকার অধীনস্থ সংস্থার কর্মীরাও আবেদন করতে পারবেন।

কী ভাবে আবেদন করা যাবে?

অনলাইনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। একই সঙ্গে অ্যাপ্লিকেশন ফিও জমা দিতে হবে। তবেই আবেদন সম্পূর্ণ হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের আরও একবার নতুন করে আবেদন করতে হবে। এর পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বেতন:

অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে মাসে ১৮ হাজার থেকে ১ লক্ষ ১২ হাজার টাকা বেতন হিসেবে পাবেন।

আবেদন জমা নেওয়া চালু হয়েছে ২৪ জুলাই থেকে। নথি জমা দেওয়ার শেষ দিন ১৪ অগস্ট, ২০২৩। নিয়োগের অন্যান্য শর্তাবলি দেখার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement