ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের রসায়ন বিভাগে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট কাজের জন্য অর্গ্য়ানিক কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ওই ব্যক্তিকে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত ব্যক্তির জন্য ৩৭,২১০ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানো প্রয়োজন।
আবেদনের জন্য ইমেল মারফত সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইমেল মারফত ইন্টারভিউয়ের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।