সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক)-এর তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। ওই সংস্থার বিভিন্ন বিভাগে মোট ৮৯টি শূন্যপদ রয়েছে। প্রসঙ্গত, এই সংস্থাটি কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ।
নিয়োগ হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে। টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং শাখায় পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে, তাঁদের এআই অ্যালগোরিদম ডেভেলপমেন্ট, এমবেডেড সিস্টেম ডিজ়াইন, সলিউশন আর্কিটেক্ট নিয়ে অন্তত তিন থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে অনূর্ধ্ব ৩৫, প্রজেক্ট ম্যানেজার হিসাবে অনূর্ধ্ব ৪০ এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে অনূর্ধ্ব ৫০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের মেধা এবং অভিজ্ঞতা যাচাই করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর দফতর। এই কাজে পারিশ্রমিক হিসাবে প্রতি বছর ৪.৪৯ লক্ষ টাকা থেকে ১১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পোর্টালে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ ডিসেম্বর। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা নেওয়া হবে না। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।