প্রতীকী চিত্র।
অ্যানিমেশন ফিল্ম ডিজ়াইন নিয়ে পড়তে চান? কিংবা ইন্টেরিয়র ডিজ়াইনার হওয়ার ইচ্ছে রয়েছে? কিন্তু কী ভাবে এগোবেন? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন উল্লিখিত বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি, বিষয়ের ভিত্তিতে হাতেকলমে প্রশিক্ষণও দেওয়া হবে।
উল্লিখিত প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই, ২০০৪-এ কিংবা তার পরবর্তী বছরে জন্মেছেন, এমন ব্যক্তিরা ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডিজ়) পড়ার সুযোগ পাবেন। তাঁদের বিজ্ঞান, কলা, বাণিজ্যের মধ্যে যে কোনও একটি শাখায় দ্বাদশ উত্তীর্ণ হতে হবে।
মাস্টার অফ ডিজ়াইন (এমডিজ়) পড়তে আগ্রহীদের বয়স ৩১ বছর কিংবা তার কম হতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিজ়াইন, ফাইন আর্টস, অ্যাপ্লায়েড আর্টস বা আর্কিটেকচার বিষয়ের মধ্যে যে কোনও একটি ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের ভর্তি নেওয়া হবে।
ডিজ়াইন অ্যাপটিটিউড টেস্ট (ডিএটি)-এর মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। অনলাইনে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। ডিএটি শুরু হবে ৫ জানুয়ারি (প্রিলিমস), ৩ মার্চ থেকে ৬ এপ্রিল (মেনস) পর্যন্ত। ক্লাস শুরু হবে জুন, ২০২৫-এ। অ্যাপ্লিকেশন ফি হিসাবে ৩,০০০ টাকা ধার্য করা হয়েছে।