ইএসআইসি মডেল হাসপাতাল। ছবি: সংগৃহীত।
এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) অধীনস্থ গুয়াহাটির মডেল হাসপাতালে কর্মখালি। নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। এই কাজের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন।
ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন এবং একই সঙ্গে পিজি ডিপ্লোমা করেছেন মেডিক্যাল শাখার কোনও বিষয়ে— এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। পিজি ডিগ্রি নেই, অথচ দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। মোট শূন্যপদ তিনটি।
নিযুক্তদের অসমের বেলতলার ইএসআইসি মডেল হাসপাতালে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১,২১,০৪৮ টাকা বরাদ্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া হবে ইমেল মারফত। আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রার্থীরা ওয়েবসাইট দেখে নিতে পারেন।