ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বন্ধুর সঙ্গে সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন তরুণী। হাইক করার সময় বন্ধুর হাতে ক্যামেরা এগিয়ে দিয়ে তাঁকে ছবি তোলার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু পোজ় দিয়ে ছবি তুলতে গিয়েই বিপদ হল তরুণীর। তাঁর পায়ের কাছে আট ফুটের একটি গোখরো এগিয়ে যায়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রি.ফ্লেক্স.ওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী পোজ় দিয়ে ছবি তুলছেন। পাশের ঝোপ থেকে একটি আট ফুট লম্বা গোখরো বেরিয়ে তরুণীর দিকে এগিয়ে যেতে থাকে। তরুণীর পায়ের পাশ দিয়ে গোখরোটি নিজের মতো পথ বার করে এগিয়ে যায়। ঘটনাটি ১৫ মার্চ সিঙ্গাপুরের বুকিট তিমাহ রিজার্ভে ঘটেছে। সম্প্রতি ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম ইয়েশি দেমা। বন্ধুর সঙ্গে হাইকিং করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ছবি তুলবেন বলে পোজ় দিতে গিয়েছেন, ঠিক সেই মুহূর্তে তাঁর পায়ের কাছে এগিয়ে গেল আট ফুট লম্বা একটি গোখরো, তা তরুণীর নজরে পড়েনি। পায়ের কাছে সাপ রয়েছে দেখেই অন্য এক পর্যটক চিৎকার করে ওঠেন। তত ক্ষণে অনেক দূরে চলে গিয়েছে গোখরোটি। বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠেন তরুণী। এক ছুটে তাঁর বন্ধুর কাছে চলে যান। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটাগরিকদের একাংশ তরুণীকে উদ্দেশ করে বলেন, ‘‘আপনি স্থির দাঁড়িয়ে ছিলেন বলেই প্রাণে বেঁচে গিয়েছেন। না হলে আপনার বড় বিপদ হতে পারত।’’