প্রতীকী চিত্র।
উত্তর দিনাজপুর জেলা জজের কার্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি এমনটা জানিয়ে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মীদের অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে পদগুলি পরবর্তীকালে স্থায়ী হতে পারে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
জেলায় নিয়োগ হবে ইংলিশ স্টেনোগ্রাফার পদে। মোট শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ অথবা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৩২,১০০-৮২,৯০০ টাকা।
আবেদনকারীদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে অন্য যোগ্যতার মাপকাঠির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট পদে স্ক্রিনিং টেস্ট, ডিক্টেশন ও ট্রান্সক্রিপশন এবং কম্পিউটারে টাইপিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৬০০ টাকা। আগামী ২২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।