ইউজিসি। ছবি: সংগৃহীত।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
প্রজেক্ট অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি হতে পারে মেয়াদ। প্রতি মাসে ৩৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ‘ইন্ডিয়ান হায়ার এডুকেশন সিস্টেম’ বিষয়ে জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের কাজ জানা প্রয়োজন। পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ নভেম্বর। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।