DU Recruitment 2024

দিল্লি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগ, বৃদ্ধি হয়েছে আবেদনের সময়সীমা?

প্রতিষ্ঠানের টেকনোলজি বিভাগের তরফে নিয়োগ হবে এই পদে। প্রতিটি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১১৬টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৭
Share:

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। এ বার আবেদনের মেয়াদ বৃদ্ধি করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আবেদন করা যাবে অনলাইনেই।

Advertisement

অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের আর্টস, কমার্স, হিউম্যানিটিজ়, সোশ্যাল সায়েন্সেস, সায়েন্সেস, ল্যাঙ্গুয়েজ় এবং লাইব্রেরি সায়েন্স বিভাগে। এই সবক'টি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১১৬টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement