Mohun Bagan vs East Bengal

ডার্বিতে হেরে রেফারিকে দুষলেন ইস্টবেঙ্গল কোচ, অস্কার হতাশ হিজাজিদের খেলা নিয়েও

আরও একটা ডার্বি। আবার সেই একই ফলাফল। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়‌ো নিজের দ্বিতীয় ডার্বিতেও ফলাফল বদলে দিতে পারলেন না। ম্যাচের পর রেফারিকে যেমন দুষেছেন, তেমনই দলের খেলোয়াড়দের ভুলগুলোকেও দায়ী করতে ছাড়েননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২২:১১
Share:

কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

আরও একটা ডার্বি। আবার সেই একই ফলাফল। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়‌ো নিজের দ্বিতীয় ডার্বিতেও ফলাফল বদলে দিতে পারলেন না। প্রথম পর্বের ডার্বিতে ০-২ হারের পর দ্বিতীয় ডার্বিতে ০-১ হারল ইস্টবেঙ্গল। ম্যাচের পর রেফারিকে যেমন দুষেছেন, তেমনই দলের খেলোয়াড়দের ভুলগুলোকেও দায়ী করতে ছাড়েননি।

Advertisement

রেফারির ভুলে শনিবার একটি নিশ্চিত পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গল। পাশাপাশি শৌভিক চক্রবর্তীকে প্রথম হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে আরও একটু ধৈর্য দেখানো যেত। মোহনবাগানেরও দু’-একটি সিদ্ধান্ত বিপক্ষে গিয়েছে। ম্যাচের পর অস্কার বলেছেন, “একের পর এক ম্যাচে আমাদের সঙ্গে সেই একই জিনিস হয়ে চলেছে। আজও আমাদের লাল কার্ড দেখানো হল। দুটো পেনাল্টি দেওয়া হল না। আমরা দ্বিতীয়ার্ধে এক জন কম নিয়ে বেশির ভাগ ম্যাচ খেললাম। এ ছাড়া আরও কিছু ছোটখাটো ভুলের কারণে আমরা ম্যাচটা হেরে গেলাম। তবে ফুটবলারদের পারফরম্যান্সে আমি খুশি।”

আগের ম্যাচে হিজাজি মাহেরের ভুলে গোল খেয়ে হেরেছিল ইস্টবেঙ্গল। এ দিনও হিজাজি দলকে গোল খাইয়েছেন। দোষ কম নয় হেক্টর ইয়ুস্তেরও। তবে বাকি ম্যাচে তিনি ভাল খেলেছেন। হিজাজিকে চোখেই পড়েনি। খেলোয়াড়দের এই ভুল করার প্রবণতা কবে শোধরাবে? প্রশ্নটা শুনেই একটু থমকালেন অস্কার। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, “খেলোয়াড়দের উপর বিশ্বাস করা ছাড়া উপায় নেই। তবে ম্যাচের পর ম্যাচ একই ভুল আমরা করে চলেছি। একই রকম পরিস্থিতি তৈরি হয়ে চলেছে। রেফারির সিদ্ধান্তও আমাদের পক্ষে যাচ্ছে না। তবু শেষ দিকে আমরা ওদের চেপে ধরেছিলাম। সেট-পিসের সাহায্যে ওদের বেশ সমস্যায় ফেলে দিয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। শেষ পর্যন্ত শূন্য পয়েন্ট নিয়ে ফিরতে হবে।”

Advertisement

হেরে ইস্টবেঙ্গল ১১ নম্বরেই থাকল। ছ’নম্বরে থাকা মুম্বই সিটির থেকে এখনই তারা নয় পয়েন্টে পিছিয়ে। অস্কার প্রথম ছয়ের দিকে চোখ রাখতে চাইছেন না। বললেন, “আমি ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি। ছোটখাটো ভুলগুলো ছাড়া আমরা খারাপ খেলিনি। অনেক ফুটবলারের চোট রয়েছে। সাউল (ক্রেসপো), মহম্মদ (রাকিপ) ফিরলে দলটা শক্তিশালী হবে। নতুন একজন ফুটবলারও এসেছে। আমি এখনই প্রথম ছয়ের কথা ভেবে মাথায় বোঝা চাপাতে চাই না। বাকি ম্যাচগুলোর মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জেতাই আমার লক্ষ্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement