NIACL Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থায় ৪৫০টি পদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

মাসে ৫০ হাজার থেকে ৯৬ হাজার টাকা বেতন হিসাবে পাবেন। সংস্থার দিল্লির দফতরে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১২:০২
Share:

দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন বিভাগে নিয়োগ শুরু হয়েছে। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। ২১ থেকে ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

কোন কোন পদে নিয়োগ করা হবে?

রিস্ক ইঞ্জিনিয়ারস, অটোমোবাইল ইঞ্জিনিয়ারস, লিগাল, অ্যাকাউন্টস, হেলথ, ইনফরমেশন টেকনোলজি, জেনারেলিস্টস বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৫০টি।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

রিস্ক ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, লিগাল, অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি এবং জেনারেলিস্টস বিভাগে পদের নিরিখে ইঞ্জিনিয়ারিং, আইন, বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগ করা হবে।

স্বাস্থ্য বিভাগে নিয়োগের ক্ষেত্রে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর পাশাপাশি, শর্তসাপেক্ষে কেন্দ্র/ রাজ্য কিংবা সরকার অধিগৃহীত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরও কাজের সুযোগ দেওয়া হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে তাঁদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংশ্লিষ্ট পোর্টাল থেকে আবেদনপত্র, জীবনপঞ্জি, শংসাপত্র-সহ সমস্ত নথি আপলোড করা যাবে। কর্ম অভিজ্ঞতার মতো আনুষঙ্গিক নথি পেশ না করা হলে আবেদন প্রক্রিয়া অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

প্রিলিমিনারি, মেন এগজ়াম, অবজেক্টিভ টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

পরীক্ষা কেন্দ্র:

পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোল, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি -সহ দেশের ৩৪টি রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

বেতন:

পদের নিরিখে মাসে ৫০ হাজার থেকে ৯৬ হাজার টাকা বেতন দেওয়া হবে।

উক্ত পদে কর্মীদের সংস্থার দিল্লির দফতরে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement