প্রতীকী ছবি।
ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশনের ১২টি পদে কর্মখালি রয়েছে। নিয়োগ করা হবে মোট ৮৮ জন প্রার্থী। এক নজরে দেখে নিন বিস্তারিত।
কোন পদে নিয়োগ করা হবে?
সুপারভাইজ়ার (অপারেশনস), সুপারভাইজ়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকম/ রোলিং স্টক), মেনটেনার, সুপারভাইজ়ার (ট্রাকশন/ ই অ্যান্ড এম), মেনটেনার (ট্রাকশন/ ই অ্যান্ড এম), সুপারভাইজ়ার (ট্র্যাক), সুপারভাইজ়ার (ওয়ার্কস), মেনটেনার (ওয়ার্কস), স্টোর (অ্যাসিস্ট্যান্ট স্টোর), হিউম্যান রিসোর্স (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স), অ্যাকাউন্ট (অ্যাসিস্ট্যান্ট ফিনান্স) পদে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
বেতন:
প্রতি মাসে পদের নিরিখে ২৫ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
প্রার্থীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। ডাকযোগে সেই ফর্মটিই জীবনপঞ্জি-সহ পাঠাতে হবে। ৩১ অগস্ট, ২০২৩ এই পদগুলিতে আবেদনের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।