প্রতীকী ছবি।
রাজ্য সরকারের সঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ। চুক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি কর্মী নিয়োগ করবে।
কোন পদে নিয়োগ করা হবে?
রাজ্য সরকারের ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে ন্যাশনাল ভেকটর বর্ন ডিজ়িজ কন্ট্রোল প্রোগ্রাম (এনভিবিডিসিপি)-এর ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট পিএইচ এবং সিডি পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
কী ভাবে নিয়োগ করা হবে?
কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
বেতন:
মাসে ৪০ হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে।
যোগ্যতা:
প্রার্থীদের প্রাণিবিদ্যায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি, তাঁদের এন্টোমোলজি, জীবন বিজ্ঞান এবং প্রাণিবিদ্যার মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা:
ন্যূনতম ছয় মাস কেন্দ্র/ রাজ্য বা সরকার অধিগৃহীত কোনও সংস্থায় স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এক্ষেত্রে যাঁরা ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে কাজ করছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদন করা যাবে?
অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।সেখানেই শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র-সহ আনুষঙ্গিক নথি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
১ অগস্ট বেলা ১১টা থেকে আবেদন গ্রহণ করা হবে। ১০ অগস্ট, ২০২৩ আবেদন জানানোর শেষ দিন।
উক্ত পদে নিয়োগ সংক্রান্ত অন্য তথ্য জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট দেখে নিতে হবে।