ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। জানানো হয়েছে, মেডিক্যাল অফিসার পদে এক জনকে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা আবশ্যক। তবে মেডিক্যাল শাখায় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। উল্লিখিত পদে অন্তত ন’বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়স:
পদের নিরিখে প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
পারিশ্রমিক:
নিযুক্তরা ৭৬,০০০ টাকা থেকে ১,১৪,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পাবেন।
কী ভাবে নিয়োগ করা হবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। ২০ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের ডেকে পাঠানো হয়েছে। ওই দিন ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ঝাড়খণ্ডের যদুগোড়ার দফতরে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।