সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।
সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ করা হবে। শীর্ষ আদালতের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১০৭টি।
কোর্ট মাস্টার পদে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ইংরেজিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার দক্ষতা থাকা প্রয়োজন। মোট পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে। বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদপ্রার্থীদের ইংরেজিতে শর্টহ্যান্ড, প্রতি মিনিটে ১১০টি শব্দ টাইপের দক্ষতা থাকা আবশ্যক। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
লিখিত পরীক্ষা, শর্টহ্যান্ড টেস্ট এবং স্পিড টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। কলকাতা-সহ মোট ১৬টি রাজ্যের ২৩টি কেন্দ্রে হবে পরীক্ষা। আবেদনকারীরা নিজের পছন্দের তিনটি কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন।
আবেদনকারীদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। ১,০০০ টাকা আবেদনমূল্য। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।