স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সংগৃহীত ছবি।
নভেম্বরেই বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। সেই মতো চলছিল আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ছিল ৭ ডিসেম্বর। কিন্তু শেষ মুহূর্তে ব্যাঙ্কের তরফে এই সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথাই জানিয়েছে এসবিআই।
ব্যাঙ্কে মোট ৮২৮৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলের একাধিক শহর হবে তাঁদের কর্মস্থল। নতুন ঘোষণা অনুযায়ী, এর জন্য আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা-ও সংশোধন করা যাবে ১০ ডিসেম্বরের মধ্যে। এর পর প্রার্থীরা ২৫ ডিসেম্বরের মধ্যে তাঁদের আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করার সুযোগ পাবেন।
আবেদন জানাতে প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে থাকতে হবে। থাকতে হবে স্নাতক যোগ্যতা।
প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা— এই দুই ধাপে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পর এই পদে নিয়োগ হবে। প্রতি ধাপে উত্তীর্ণরাই শুধু মাত্র পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারবেন। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে পরের বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীরা ওয়েবসাইট দেখে নিতে পারেন।