সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। সংগৃহীত ছবি।
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে চাকরির সুযোগ। এই মর্মে কলেজের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজে একটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন করতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট-ইনফরমেশন সিস্টেম পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা/ আবেদনকারীদের বয়স/ নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ আইটি-তে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডেটাবেস, ওয়েব আর্কিটেকচার অ্যান্ড স্ট্যাক ডেভেলপমেন্ট ছাড়াও এসকিউএল, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট-সহ অন্য বিষয়ে জ্ঞান থাকতে হবে। মূল বিজ্ঞপ্তিতে এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে আবেদনমূল্য বাবদ ২৫০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৫ মার্চ। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীরা কলেজের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।