কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কর্মী নিয়োগ করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের জন্য এই নিয়োগ। কর্মীরা চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। আবেদন জানাতে হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট সেকশনের অডিট এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মীদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ চারটি। তাঁদের সেখানে নতুন ‘ইআরপি সফ্টঅয়্যার অ্যান্ড অ্যাকাউন্টস’ সংক্রান্ত কাজ করতে হবে। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁদের পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে কাজের জন্য আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। থাকতে হবে বিকম অনার্স ডিগ্রি এবং অ্যাকাউন্টিং/ ইআরপি সফটঅয়্যার নিয়ে কাজের ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতা। পাশাপাশি, অ্যাকাউন্টিং সফটঅয়্যার/ ইআরপি সফটঅয়্যার অ্যান্ড প্রফিশিয়েন্সি ইন এমএস অফিস সফ্টঅয়্যার সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। এর পর সেই ফর্মটির লিঙ্ক উল্লিখিত ইমেল আইডিতেও পাঠাতে হবে। আগামী ১৫ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।