CUET UG Registration 2025

স্নাতকে ভর্তির প্রবেশিকা কুয়েট ইউজির দিনক্ষণ জানাল এনটিএ, শুরু আবেদন প্রক্রিয়া

গত বছরই কুয়েট ইউজি-র আয়োজন করা হয় হাইব্রিড পদ্ধতিতে। অর্থাৎ কাগজ-কলমে পরীক্ষার পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে (সিবিটি)-ও পরীক্ষা নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৮:৩৯
Share:
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছরে দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (সিইউইটি ইউজি) বা কুয়েট ইউজি-র দিনক্ষণ প্রকাশ করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানানো হয়, চলতি বছরে মে থেকে জুন মাস পর্যন্ত চলবে পরীক্ষা। এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে প্রকাশ, এ বছর আগামী ৮ মে থেকে কুয়েট ইউজি শুরু হবে। চলবে ১ জুন পর্যন্ত। পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে। পরীক্ষার্থীরা বাংলা, ইংরেজি, হিন্দি, অসমিয়া, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু অর্থাৎ মোট ১৩টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট https://cuet.nta.nic.in/ -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২২ মার্চ। এর পর আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে।

Advertisement

উল্লেখ্য, গত বছরই কুয়েট ইউজি-র আয়োজন করা হয় হাইব্রিড পদ্ধতিতে। অর্থাৎ কাগজ-কলমে পরীক্ষার পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে (সিবিটি)-ও পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১৩ লক্ষের বেশি পড়ুয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement