কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থার অর্থপুষ্ট। যেখানে নির্ধারিত মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ফিজ়িওলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘আ স্টাডি অন অকুপেশনাল স্ট্রেস, রেস্পিরেটরি হেলথ অ্যান্ড ইনফ্লেমেটরি রেস্পন্সেস অ্যামং সাম ইনফরমাল সেক্টরস ইন ইন্ডিয়া— দি আন্ডারমাইন্ড ইস্যু’। প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন-মেডিক্যাল) পদে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৬,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজ়িওলজি/ মেডিক্যাল ফিজ়িওলজি/ হিউম্যান ফিজ়িওলজিতে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি,আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১২ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।