Research Fellow Jobs

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, রাজ্যের অর্থপুষ্ট প্রকল্পে গবেষক প্রয়োজন

বিশ্ববিদ্যালয়ের তরফে অস্থায়ী ভাবে একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। নেট/গেট উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৩:০৩
Share:

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ। এই মর্মে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।

Advertisement

পদার্থবিদ্যা কিংবা মেটিরিয়াল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। পদপ্রার্থীর ল্যাটেক্স, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে লেখার দক্ষতা থাকা প্রয়োজন। তবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তকে প্রথম দু’বছর ২৫ হাজার এবং তৃতীয় বছরে ৩০ হাজার টাকা মাসিক সাম্মানিক হিসাবে দেওয়া হবে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সিকে ওই পদে কাজের জন্য বেছে নেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে তাঁকে বহাল রাখা হবে।

Advertisement

আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তাবলি দেখে নিন। ২৯ জুলাইয়ের মধ্যে সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। এ বিষয়ে আরও তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement