কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্স এবং প্ল্যান্ট ব্রিডিং-এ পিএইচডি-র সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এর জন্য আগ্রহীরা অনলাইন বা অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্সের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। হাজরা রোডে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র জন্য মোট চারটি শূন্য আসন রয়েছে।
আবেদনকারীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএসসি (এগ্রিকালচার) উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের এমএসসি (এগ্রিকালচার) উত্তীর্ণ হতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে।
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। পরীক্ষা চলবে এক ঘণ্টা ধরে। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউ রাউন্ডের জন্য প্রার্থীদের ডাকা হবে। যাঁরা নেট/ সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে ইন্টারভিউয়ের দিন তাঁদের সঙ্গে থাকতে হবে ‘স্টেটমেন্ট অফ পারপাস’ বা ‘রিসার্চ ইন ব্রিফ’ অর্থাৎ তাঁদের গবেষণার বিষয়ের সারসংক্ষেপ।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ের হাজরা রোডের ক্যাম্পাসে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ৭ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৪টের মধ্যে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।