RBI Recruitment 2023

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ডে ৬৬টি শূন্যপদে কর্মী নিয়োগ, কোন কোন পদে?

ব্যাঙ্কের বাছাই কমিটির দ্বারা প্রাথমিক বাছাইয়ের পর পদগুলিতে নিয়োগ হবে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৭:৫৭
Share:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে। বুধবারই সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং ডিপোসিট ইন্সিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এ। সমস্ত পদেই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা আবেদন করতে পারবে অনলাইনেই।

Advertisement

নিয়োগ হবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি এক্সপার্ট, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইটি প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ইকনমিস্ট, ডেটা অ্যানালিস্ট, অ্যানালিস্ট, সিনিয়র অ্যানালিস্ট, আইটি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, কনসালট্যান্ট, বিজনেস অ্যানালিস্ট, লিগ্যাল অ্যানালিস্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬৬। পদ অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। পদগুলির গ্রেড অনুযায়ী বার্ষিক বেতনের পরিমাণ হবে ৫১,৬০,০০০ থেকে ৫৭, ২৪,০০০ টাকা। থাকবে অন্যান্য সুযোগসুবিধাও। পূর্ণ সময়ের জন্য প্রাথমিক ভাবে তিন বছরের জন্য নিয়োগ করা হলেও মেয়াদ বেড়ে পাঁচ বছর পর্যন্ত হতে পারে।

প্রতি পদের জন্য যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে গিয়ে দেখা যাবে।

Advertisement

ব্যাঙ্কের বাছাই কমিটির দ্বারা প্রাথমিক বাছাইয়ের পর পদগুলিতে নিয়োগ হবে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়েই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণিভুক্তদের ১০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ৬০০ টাকা জমা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কে কর্মরতদের আবেদনের জন্য কোনও অর্থ জমা দিতে হবে না। আগামী ১১ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহীরা ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত বাকি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement