Project Associate Jobs

সিএসআইআর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?

প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। কাজের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭
Share:

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এ কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থার ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের নাগপুরে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক কর্মীকে ওই কাজের জন্য নিয়োগ করা হতে পারে। নিযুক্ত ব্য়ক্তিকে সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

উল্লিখিত কাজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজের দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে।

নিযুক্তদের ৩৫ হাজার পারিশ্রমিকে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

১৮ ডিসেম্বরের মধ্যে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত আরও কী কী শর্ত রয়েছে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement