ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর দিল্লির দফতরে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই কর্মীকে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কাজ করতে হবে। তাঁর কর্মস্থল হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিউবারকিউলোসিস অ্যান্ড রেসপিরেটরি ডিজ়িজ়েস, নয়াদিল্লি।
লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন এবং অন্তত তিন বছর কাজ করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কাজের জন্য নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫,৫৬০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে কাজে বহাল রাখা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের ৬ ডিসেম্বর নয়াদিল্লির উল্লিখিত দফতরে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের জন্য কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।