ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট সংস্থায় কাজের জন্য দ্য সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এর একটি গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই শূন্যপদে ন্যাচরাল সায়েন্সেস, এগ্রিকালচারাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ বলা হয়েছে। শূন্যপদ একটি।
এ ক্ষেত্রে অ্যাকোয়াটিক বায়োটোপস, মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে ওই ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজের জন্য গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট বিভাগের গবেষণা প্রকল্পে আর্থিক অনুদান দেবে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। কাজের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তি প্রয়োজন। নিযুক্তের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ৪ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এর জন্য আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে ওই দিন প্রার্থীর সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা আবশ্যক। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।