RAILTEL Recruitment 2024

কেন্দ্রীয় সংস্থা রেলটেল কর্পোরেশনে কাজের সুযোগ, নিয়োগ ২৫টি শূন্যপদে

ডেপুটি ম্যানেজার (টেনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা, ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৬০,০০০-১,৮০,০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৭
Share:

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার টেকনিক্যাল বিভাগে একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থার টেকনিক্যাল বিভাগের ডেটা সেন্টারের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে। মোট শূন্যপদের সংখ্যা ২৫। উল্লিখিত পদগুলিতে নিযুক্তদের সংস্থার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি, আইটি-সহ বিভিন্ন কাজের দায়িত্বে থাকতে হবে। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের যে কোনও অঞ্চলে সংস্থার কার্যালয়ে।

প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৪ বছরের মধ্যে হলে বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা, ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৬০,০০০-১,৮০,০০ টাকা।

Advertisement

বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং বেশ কিছু বিষয়ে সার্টিফিকেশন থাকা জরুরি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য বাবদ সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য ধার্য ৬০০ টাকা এবং ১২০০ টাকার রসিদও পাঠিয়ে দিতে হবে। আগামী ২৭ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement