বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।
বসু বিজ্ঞান মন্দিরের (বোস ইনস্টিটিউট) গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট সায়েন্টিস্ট হিসাবে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। গবেষণা প্রকল্পের নাম ‘ন্যাশনাল নেটওয়ার্ক প্রজেক্ট অফ বোস ইনস্টিটিউট উইথ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড বিদ্যাসাগর ইউনিভার্সিটি’। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট প্রকল্পে বিজ্ঞান শাখায় ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও শর্তসাপেক্ষে কাজের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স রিসার্চ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়, মেশিন লার্নিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আগ্রহীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তিকে ২৪ জানুয়ারি, ২০২৯ পর্যন্ত চুক্তি নিরিখে কাজ করতে হবে। ওই মেয়াদ পরবর্তীতে বৃদ্ধি হলেও হতে পারে। কাজের জন্য প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
ডাকযোগে বসু বিজ্ঞান মন্দিরের রেজিস্ট্রারকে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠাতে হবে। আবেদনপত্র ৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।