ছবি: সংগৃহীত।
ভারতীয় রেলে দশম উত্তীর্ণরা পাবেন কাজের সুযোগ। এই মর্মে ওয়েস্টার্ন রেলওয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর তরফে ৫,০৬৬জনকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস)-কে প্রশিক্ষণ দেওয়া হবে।
দশম উত্তীর্ণ ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন। তবে যাঁদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (এনএসি) রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক সমস্ত তথ্য আবেদনপত্রের সঙ্গে পেশ করতে হবে। উল্লিখিত বিভাগে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।