যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ওই প্রকল্পে অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ওই প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ক্লেম ডিটেকশন অ্যান্ড ভেরিফিকেশন ইউজ়িং ডিপ এনএলপি: অ্যান ইন্ডিয়ান পার্সপেক্টিভ’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর অর্থপুষ্ট।
নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ পদে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত।
জেআরএফ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩১,০০০ টাকা। এ ছাড়া মিলবে অতিরিক্ত ভাতাও।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমই বা এমটেক থাকতে হবে। যাঁরা গেট/ নেট/ সেট উত্তীর্ণ বা যাঁদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সংক্রান্ত জ্ঞান বা এই বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেকশন থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠাতে হবে। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।