আইআইএম কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতায় চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে নির্ধারিত মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের এগজ়িকিউটিভ এডুকেশন অফিসে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট পদে এই নিয়োগ। নেওয়া হবে এক জনকে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর।
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩৪,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের এমবিএ ডিগ্রি বা ম্যানেজমেন্টে পিএইচডি রয়েছে, তাঁরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।