পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।
চলতি বছরে ইউজিসি নেট উত্তীর্ণ হলেই কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ মিলতে পারে। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সিটিইউআইএল)-এ কর্মী নিয়োগ করা হবে। পাওয়ারগ্রিডের তরফে এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দু’টি সংস্থায় বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে নিযুক্তদের। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
দু’টি সংস্থায় নিয়োগ হবে অফিসার ট্রেনি বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭৩। সংস্থাগুলির জন্য এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, এইচআর এবং পিআর ক্ষেত্রের জন্য এই নিয়োগ। সিটিইউআইএল-এ এইচআর ক্ষেত্রের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা হবে। বাকি ক্ষেত্রে নিযুক্তদের পাওয়ারগ্রিড কর্পোরেশনে চাকরির সুযোগ মিলবে।
সংশ্লিষ্ট পদের জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এই পদে প্রথমে এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর নিযুক্তদের ই-২ গ্রেডের এগজ়িকিউটিভ অফিসার পদমর্যাদায় উন্নীত করা হবে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বার্ষিক বেতন হবে ১০ লক্ষ ৭০ হাজার টাকা। পদোন্নতির পর নিযুক্তদের বার্ষিক বেতন বেড়ে হবে ২১ লক্ষ ৪০ হাজার টাকা।
অফিসার ট্রেনি (পিআর) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস কমিউনিকেশন/ পাবলিক রিলেশন্স/ জার্নালিজ়মে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি ক্ষেত্রের জন্যও সংশ্লিষ্ট পদে আবেদনের পৃথক যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে। তবে, সমস্ত ক্ষেত্রের জন্যই অফিসার ট্রেনি পদে আবেদন জানাতে প্রার্থীদের ডিসেম্বরের ইউজিসি নেট-এ যথাযথ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
সংশ্লিষ্ট পদে প্রার্থীদের ডিসেম্বরের ইউজিসি নেট-এ প্রাপ্ত নম্বর, নথি যাচাইকরণ, বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
আগ্রহীদের এর জন্য প্রথমে ইউজিসি নেট-এর ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার জন্য আবেদন জানাতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে পরীক্ষার অ্যাপ্লিকেশন নম্বর এবং রোল নম্বর দিয়ে উল্লিখিত পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২৪ ডিসেম্বর। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।