JU Admission 2024

সম্পাদনা ও প্রকাশনার খুঁটিনাটি জানতে ইচ্ছুক? কোর্স করাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

যে কোনও বিষয়ে স্নাতক হলেই কোর্সে ভর্তির আবেদন জানানো যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

ডিজিটাল যুগেও মলাটে বাঁধানো বইয়ের চাহিদা কমেনি। কিন্তু সেই বই লেখা থেকে প্রকাশ করা অবধি কী কী ধাপ অবলম্বন করতে হয়, তার খুঁটিনাটি বেশির ভাগেরই অজানা। আর তার জন্যই গত কয়েক বছর ধরে কোর্স করানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে। এই স্বল্পমেয়াদি কোর্সের ভর্তির জন্য সম্প্রতি তাঁদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কোর্সটি অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই করানো হয়। তবে বর্তমানে অফলাইন কোর্সের জন্যই এই বিজ্ঞপ্তি। পাঠক্রমটি আয়োজনের দায়িত্বে বিশ্ববিদ্য্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস। ‘এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন ইংলিশ’ শীর্ষক কোর্সটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। যাতে ইংরেজি ভাষায় সম্পাদনা এবং প্রকাশনার নানা দিক সম্পর্কে আলোকপাত করা হবে।

চার মাসের এই পাঠক্রমের ক্লাস শুরু হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। শেষ এপ্রিলে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলে সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস। কোর্স ফি ১৪, ৭৫০ টাকা।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতক হলেই কোর্সে ভর্তির আবেদন জানানো যাবে। আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতার পরীক্ষা বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement