প্রতীকী চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ক্লার্ক পদে নেওয়া হবে কর্মী। অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য রয়েছে কাজের মেয়াদ। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন হিসাবে দেওয়া হবে। শুধু মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। যাঁরা সরকারি চাকরি করতেন এবং চাকরি ক্ষেত্রে সব সময় ভাল রেকর্ড ছিল তাঁরা আবেদন করতে পারবেন। ৩০ জুন ’২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬৪ বছরের নিচে হতে হবে। পাশাপাশি, শারীরিক ভাবে সুস্থ হতে হবে।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে, তার আগে প্রার্থীকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তার জন্য প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
৪ অগস্ট ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলির জন্য পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।