এনএসওইউ। ছবি: সংগৃহীত।
শিক্ষকদের জন্য বিশেষ কোর্সের সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (এনএসওইউ)। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (এমওওসি) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোর্সটির নাম আইসিটি ফর এডুকেটরস। বর্তমানে প্রায় সবকিছুই ইনফরমেশন এবং টেকনোলজি নির্ভর হয়ে পড়েছে। যার প্রভাব পড়ছে শিক্ষকতা পেশাতেও। শিক্ষকরাও যাতে প্রযুক্তিগত বিভিন্ন দিকে সাবলীল হয়ে উঠতে পারেন তার জন্য এই কোর্স। এ ছাড়াও শিক্ষকতা সংক্রান্ত আরও অনেক বিষয় পড়ানও হবে। যেখানে তথ্য এবং প্রযুক্তির নানা বিষয়ে থাকবে। ছয় সপ্তাহ জুড়ে চারটি মডিউল পড়ানও হবে। বিজ্ঞপ্তিতে সিলেবাসের বিস্তারিত দেওয়া আছে। শিক্ষক, প্রশিক্ষকরা ভর্তি হতে পারবেন কোর্সটিতে। ছয় সপ্তাহ ধরে চলবে ক্লাস। ভর্তি শুরু হয়েছে চলতি মাসের ১৪ তারিখ থেকে। চলবে ২০ অগস্ট পর্যন্ত। পয়লা সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কোর্স মূল্য ৫০০ টাকা এবং জিএসটি। কোর্সটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শংসাপত্র দেওয়া হবে।
কী ভাবে ভর্তি হওয়া যাবে?
প্রথমে এনএসওইউ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তি হওয়া যাবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।