ONGC Recruitment 2023

রাজ্যে অবসরপ্রাপ্ত রেভিনিউ অফিসার নিয়োগ করতে চলছে ওএনজিসি, বেতন কত?

চুক্তির মেয়াদ চার বছর। শূন্যপদ রয়েছে তিনটি। প্রতি মাসে ৬৮ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৫:৩৪
Share:

প্রতীকী চিত্র।

দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রেভিনিউ অফিসার পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। এমবিএ বেসিন কলকাতায় চুক্তির ভিত্তিতে জমি অধিগ্রহণ সম্পর্কিত কাজের জন্য অবসরপ্রাপ্ত রেভিনিউ অফিসার নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ চার বছরের। শূন্যপদ রয়েছে তিনটি। প্রতি মাসে ৬৮ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ বিভাগে অ্যাসিস্ট্যান্ট এলএও অথবা সমতুল পদের র‍্যাংক থেকে কম নয় এমন পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারের কাজে দক্ষতা থাকা চাই।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে, তার আগে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। তার জন্য প্রার্থীকে ওএনজিসি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর ইন্টারভিউয়ের সময় পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে। ১৪ জুলাই ‘ওয়াক ইন ইন্টারভিউ’ হবে। ওই দিন সকাল ১০টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে।

Advertisement

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওএনজিসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement