ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট কাজের সময়সীমা ৪ বছর। কলকাতা, বিশাখাপত্তনম, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-সহ আরও কিছু জায়গায় নিয়োগ হবে। মোট শূন্যপদ রয়েছে ২৩টি। প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা, দ্বিতীয় বছর ৪৫ হাজার টাকা, তৃতীয় বছর মিলবে ৫০ হাজার টাকা এবং শেষ বছর বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা দিতে হবে। ১২ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।