Kolkata Job Alert

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কলকাতা শাখায় আধিকারিক প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী?

চুক্তির ভিত্তিতে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতায় অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। এর জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির রেজিস্ট্রার বা ডিরেক্টর পদে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত পদে আগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া ডাকযোগে সম্পন্ন করতে হবে। ছ’মাস কিংবা তার বেশি সময়ের মেয়াদে উল্লিখিত পদে কাজ চলবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি। আগ্রহীরা এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement