ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে ক’টি শূন্যপদ রয়েছে?
লিগ্যাল এবং ভিজিল্যান্স বিভাগে ছ’জন জুনিয়র অফিসার নেওয়া হবে।
মার্কেটিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ১৭ জনকে ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়া হবে।
এগ্রিকালচার, মার্কেটিং, কোয়ালিটি কন্ট্রোল, স্টেনোগ্রাফার, এগ্রি. স্টোরস বিভাগে ৬৬ জনকে নেওয়া হবে।
অর্থাৎ সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৮৯টি। জুনিয়র অফিসার প্রতি মাসে বেতন পাবেন ৩৭,২২৪ টাকা। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। ম্যানেজমেন্ট ট্রেনি স্টাইপেন্ড বাবদ পাবেন ৫৫,৬৮০ টাকা এবং ২৩,৬৬৪ টাকা করে। প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনের বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৫ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।