ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-তে কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩৪টি।
কোথায় নিয়োগ করা হবে?
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিভিন্ন দফতরে কর্মস্থল হবে।
বেতন:
প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৯ হাজার থেকে শুরু করে ৯২ হাজার টাকা পর্যন্ত।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত প্রার্থী আগে কেন্দ্র, রাজ্য সরকার কিংবা সরকারের অধীনস্থ কোনও সংস্থায় আধিকারিক পদে কাজ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। তাঁদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিষয়ে ‘ও’ কিংবা ‘এ’ লেভেলের শংসাপত্র থাকা আবশ্যক। আবেদনকারীদের ৫৬ বছরের মধ্যে বয়স হতে হবে।
কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ থাকা উল্লিখিত বিষয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখানে থাকা তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের। গুরুত্বপূর্ণ তারিখ:
ওয়েবসাইট অনুযায়ী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৭ জুলাই, ২০২৩। চলতি বছরের ২০ অগস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-র ওয়েবসাইটে দেওয়া সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।