WB Govt Job Recruitment 2024

মুর্শিদাবাদ জেলায় অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ, শূন্যপদ ২২টি

নিযুক্তদের পারিশ্রমিক হবে ১০ হাজার টাকা প্রতি মাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদ জেলায় কাজের সুযোগ। বুধবার এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, জেলার জেলাশাসক এবং কালেক্টরের অফিস, মহকুমা অফিস এবং ব্লক অফিসে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। আবেদন করতে পারবেন শুধু মাত্র অবসরপ্রাপ্তেরা। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

জেলায় কন্ট্র্যাক্টচুয়াল ক্লার্ক পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ২২। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে ১০ হাজার টাকা প্রতি মাসে।

আবেদনকারীদের কেন্দ্র বা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। পাশাপাশি ইংরেজিতে ড্রাফটিং করা এবং ক্ল্যারিক্যাল কাজের দক্ষতাও থাকতে হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement